-4.6 C
New York

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তা আসবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা যে ভয়টা পান, ওইটা থাকবে না। এই দেশ ও মাটি আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, আপনারও সেই অধিকার আছে, এটা মনে রাখতে হবে। এখানে আমরা সবাই সমান। একই দেশের অধিবাসী।  

আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হিন্দু ভাইদের মধ্যে ভয়-আতঙ্ক কাজ করে। তারা মনে করেন—আমরা যদি অন্য কাউকে ভোট দেই, তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে? অনেকে আমাকে বলেছেন—আমরা ধানের শীষে ভোট দিলাম, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না। তখন যদি দাঁড়িপাল্লার লোকজন আমাদের কিছু করে?

‘আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই—ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।’

তিনি বলেন, একাত্তর সালের কথা মনে আছে? বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। কেন? কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম ও দেশটা স্বাধীন করেছি।  

বিএনপি মহাসচিব বলেন, এই স্বাধীনতাটা আমরা করেছি, অন্য কেউ করে দিয়ে যায়নি। আমরা দেশ ছেড়ে কোথাও যায়নি, কখনো যাব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যারা আজ দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

তিনি আরও বলেন, আমাদের সুযোগ এসেছে। এবার যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দেই। আপনারা ভোট দিয়ে যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলা জোরদারের কথা বলে, তাদের হাতকে শক্তিশালী করুন।

Related Articles

Latest Articles