-4.6 C
New York

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গাড়ির ড্যাশক্যামে ধরা পড়ল কর্মকাণ্ড

ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ চেষ্টায় ব্যর্থ হয়ে ডাকাতেরা একটি প্রাইভেটকার ভাঙচুর করে পালিয়ে যায়। তবে সেই গাড়ির ড্যাশক্যামে অস্ত্রহাতে মুখবাঁধা তিন ডাকাতের উপস্থিতি শনাক্ত হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে রাজাশন-বিরুলিয়া সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রাইভেটকারের চালক গোলাম আজম জানান, সেদিন রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দুজন যাত্রী নিয়ে রাজাশন-বিরুলিয়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় সড়কে গাছ ফেলে একটি ট্যাংকার লড়ি ও একটি অটোরিকশাকে আটকায় ডাকাতেরা। তবে বিষয়টি টের পেয়ে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ডাকাতেরা তার গাড়ি ভাঙচুর করে। পরে পালিয়ে যায়। সেসময় গাড়ির ড্যাশক্যামে ডাকাতদের কর্মকাণ্ড ধরা পড়ে। 

এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আল আমীন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরেই টহলে ছিলাম। হঠাৎ লক্ষ্য করি সড়কে যানবাহনের ফ্লো থেমে গেছে। বিষয়টি বুঝতে ওই স্পটে এগিয়ে গিয়ে দেখি কাঁঠাল গাছের ডাল ফেলে গাড়ি আটকে দেওয়া হয়েছে। এসময় ডাকাতদের ধরার চেষ্টা করি। তবে চারজন দৌড়ে পালিয়ে যায়। তাদের হাতে দেশিয় অস্ত্র এবং মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।’

পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাওয়ায় ডাকাতেরা কারও কাছ থেকে কিছু নিতে পারেনি বলেও জানান তিনি। 

এসআই আরও জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে বিষয়টি নিয়ে তারা কাজ করছেন।

 

Related Articles

Latest Articles