-6.2 C
New York

বিকেল সাড়ে ৪টার মধ্যে পৌঁছালেই কেবল পোস্টাল ব্যালট গণনা হবে: ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট ওইদিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালেই গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার ইসি এক বার্তায় পোস্টাল ব্যালট পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট দিয়ে তা নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইনিশিয়েটিভ’ প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমেদ খান দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করা ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামে পাঠান। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালে তবেই সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।

Related Articles

Latest Articles