-6.2 C
New York

চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের প্রার্থীর ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম নগরীতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৯ আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।

পুলিশকে তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর কোতোয়ালি থানার দিদার মার্কেট এলাকায় তার ওপর হামলা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ওয়াহেদ মুরাদ দ্য ডেইলি স্টারকে বলেন, প্রচারণার প্রথম দিন আমি আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মইনুউদ্দিন আশরাফীর বাসায় গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন আমি গাড়ির সামনের আসনের সিটে বসে ছিলাম।

তিনি আরও বলেন, প্রার্থীদের মধ্যে আমি এই আসনের স্থায়ী বাসিন্দা। এখানে আমাকে সবাই চেনে। আমার জয়ের বিষয়ে যারা ভীত, তারাই এই হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি আমি কোতোয়ালি থানার ওসি ও প্রশাসনকে জানিয়েছি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন ডেইলি স্টারকে বলেন, হামলার বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Related Articles

Latest Articles