-3 C
New York

সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা

ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের মুখে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতের ওপর মুনাফা না দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এসব ব্যাংক মুদারাবা সেভিংস ও মেয়াদি আমানত হিসাবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৪ শতাংশ হারে অস্থায়ী (প্রভিশনাল) মুনাফা দেবে।

পৃথকভাবে পাঁচটি ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই সংশোধিত সিদ্ধান্ত কেবল ব্যক্তিগত আমানতকারীদের জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, মুনাফা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংককে জানিয়েছিল ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। এতে আমানতকারীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন এবং কিছু শাখার ব্যাংকিং কার্যক্রমও ব্যাহত হয়।

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

এই ব্যাংকগুলো একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত সাম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ইতোমধ্যে যেসব মুনাফা বিতরণ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সেগুলো পুনর্গণনা করতে হবে এবং অতিরিক্ত বা ঘাটতি থাকলে সমন্বয় করতে হবে।

মাসিক ও দৈনিক মুনাফাভিত্তিক মুদারাবা আমানতের ক্ষেত্রে ২০২৪ ও ২০২৫ সালের জন্য মোট মুনাফা অনুমোদিত বার্ষিক ৪ শতাংশের বেশি হতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহভিত্তিক এসব ব্যাংককে সব মুদারাবা হিসাবের মুনাফা পুনর্গণনা ও সমন্বয় শেষে তিন কার্যদিবসের মধ্যে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে সমন্বয় বিবরণী (রিকনসিলিয়েশন স্টেটমেন্ট) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Related Articles

Latest Articles