-6.2 C
New York

নেতা তুষ্টির সংস্কৃতি বন্ধ করতে ‘হ্যাঁ’ ভোট জরুরি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

ক্ষমতাসীন নেতাদের তুষ্টির মাধ্যমে আমলাতন্ত্রে পদোন্নতির যে চর্চা গড়ে উঠেছে, তা ভাঙতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বুধবার দুপুরে ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকেই শোনা যায় কোন কর্মকর্তা কোন দলের। কর্মকর্তা হতে হবে প্রজাতন্ত্রের। তিনি জনগণের সেবা করবেন। ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস থাকলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় তার কোনো প্রতিফলন থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘দেশের আমলাতন্ত্র জনসেবার চেয়ে নেতা তুষ্টিতে অভ্যস্ত হয়ে পড়েছে। কারণ, ক্ষমতাসীন নেতাকে খুশি করতে পারলেই পদোন্নতি নিশ্চিত হয়।’

এই সিস্টেম ভাঙতেই হবে বলে জানান তিনি।

সরকারি কর্ম কমিশনের স্বাধীনতা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, ‘মেধার ভিত্তিতে সরকারি কর্মকর্তা নিয়োগের পরও তাদের দলীয়করণ করা হয়। এই প্রবণতা বন্ধ করতে সরকারি দল এককভাবে কর্ম কমিশনে নিয়োগ দিতে পারবে না। বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

তিনি দেশকে ব্যক্তিপূজার রাজনীতিতে পরিণত না করার আহ্বান জানিয়ে বলেন, ‘সংসদ জনগণের স্বার্থে আইন প্রণয়নের জায়গা হলেও বাস্তবে তা অনেক সময় দলীয় আনুগত্যের প্রদর্শনীতে পরিণত হয়।’

‘সংসদ সদস্য নির্বাচন করা হয় জাতীয় স্বার্থে ভালো আইন করার জন্য, গান শোনার বা ব্যক্তি স্তুতির জন্য নয়,’ বলেন তিনি।

‘হ্যাঁ’ ভোট নতুন নেতৃত্ব বিকাশে সহায়ক হবে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘দীর্ঘদিন একই নেতৃত্ব ক্ষমতায় থাকার কারণে রাজনীতিতে নতুন নেতৃত্ব গড়ে ওঠে না।’

ক্ষমতার লোভ কমিয়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতেই এই পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন উপদেষ্টা।  

নারীর ক্ষমতায়ন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং সরকারি দলের ভেতরে দুষ্টের দমন নিশ্চিত করতেও ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তার কথা বলেন রিজওয়ানা হাসান।  

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সভায় নির্বাচনকালীন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গণভোটের রিকশা ও প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিজওয়ানা সিদ্দিকী।  

Related Articles

Latest Articles