-3 C
New York

শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার জাপানের নারা জেলা আদালত এই রায় ঘোষণা করে। ওই হত্যাকাণ্ডের সাড়ে তিন বছর পর রায় ঘোষণা করা হলো।

২০২২ সালের জুলাইয়ে পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী ভাষণ দেওয়ার সময় হাতে তৈরি বন্দুক দিয়ে আবেকে গুলি করেন ইয়ামাগামি। 

ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের আগে ৬৭ বছর বয়সী আবে ২০২০ সাল পর্যন্ত জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সাজা ঘোষণার সময় বিচারক শিনইচি তানাকা এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জনসমাবেশে আগ্নেয়াস্ত্র ব্যবহার অত্যন্ত বিপজ্জনক ও নৃশংস অপরাধ।

রাষ্ট্রপক্ষ এ ঘটনাকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের ইতিহাসে নজিরবিহীন’ আখ্যা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানায়। অন্যদিকে, পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে আসামিপক্ষ তুলনামূলক কম সাজা চেয়েছিল।

রায়ের পর ইয়ামাগামির আইনজীবীরা জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন কি না—সে বিষয়ে আসামির সঙ্গে আলোচনা করবেন।

আবে হত্যাকাণ্ডের পর জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে ইউনিফিকেশন চার্চের সম্পর্কও আলোচনায় আসে। 

গণমাধ্যমের খবরে বলা হয়, আদালতে ইয়ামাগামি জানান—চার্চে তার মায়ের বড় অঙ্কের অনুদানের কারণে পরিবার আর্থ সংকটে পড়ে, যা তার ক্ষোভের মূল কারণ ছিল।

Related Articles

Latest Articles