-4.6 C
New York

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন।

আজ বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ পান তিনি।  

তাসনিম জারা জানান, গত কয়েক দিনে তিনি ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।

এসব সাক্ষাতে ভোটাররা বারবার তার কাছে জানতে চেয়েছেন, নির্বাচনের মার্কা কী? কোন মার্কায় তারা ব্যালট পেপারে তাকে দেখতে পারেন, যদি সমর্থন করতে চান। প্রতীক বরাদ্দ পাওয়ার ফলে এখন সেই প্রশ্নের পরিষ্কার উত্তর মিলেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। এই প্রচারণার মূল ভিত্তি হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি।

এ ছাড়া ঢাকা-৯ আসনের ভোটারদের কাছে তিনি দোয়া ও শুভকামনার জন্য অনুরোধ করেন।

Related Articles

Latest Articles