জিম্বাবুয়ের বুলাওয়েতে বিরূপ আবহাওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ দলকে। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেল।
সকাল থেকেই বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কে ছিল বৃষ্টির দাপট। দফায় দফায় বৃষ্টি নামায় টস হতেই অনেক দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর যখন খেলা শুরু হয়, তখন ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৭ ওভারে। টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
বোলিংয়ে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই আঘাত হানেন পেসার ইকবাল হোসেন। কিউই ওপেনার হুগো বোগকে (৮ বলে ৬) বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি যুবা টাইগাররা। আরেক ওপেনার আরিয়ান মান (৩৬ বলে ২০*) ও অধিনায়ক টম জোন্সের (১৮ বলে ১৬*) ব্যাটে চড়ে নিউজিল্যান্ড ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান তোলে।
ঠিক তখনই আবারও হানা দেয় বৃষ্টি। দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। স্রেফ ৬০ বল স্থায়ী এই লড়াই শেষে দুই দলই একটি করে পয়েন্ট পায়।
ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের ঝুলিতে দুই ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট। ‘বি’ গ্রুপে বর্তমানে তাদের অবস্থান তিনে। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড। আর পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে শীর্ষে থাকা ভারত।
প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্সের টিকিট। সেখানে খেলার লক্ষ্যে আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রও দুই ম্যাচে পেয়েছে ১ পয়েন্ট। তবে নেট রান রেটে তাদের (-৩.১৪৪) চেয়ে এগিয়ে বাংলাদেশ (-০.৬২১)।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ১০ ওভারে ৫১/১ (আরিয়ান ২০*, বোগ ৬, জোন্স ১৬*; আল ফাহাদ ০/২৫, ইকবাল ১/১২, বশির ০/৯, শাহরিয়ার ০/৪)।
