চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হুমায়ুন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে মিঠাছড়া বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হুমায়ুন একই উপজেলার সদর ইউনিয়নের গাড়িয়াস এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, হুমায়ুন সবজি বিক্রেতা ছিলেন। তার আয়েই সংসার চলতো।
পুলিশ জানিয়েছে, পার্শ্বরাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। চাকায় পিষ্ট হওয়ায় ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়। মোটরসাইকেলটি কয়েক ফুট দূরে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, ব্যবসার কাজেই তিনি বাজারে যাচ্ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, যে গাড়িটি হুমায়ুনকে চাপা দিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
‘আমরা তদন্ত শুরু করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।
