আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে একাধিক জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।
এসব জনসভায় ব্যাপক সমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি।
বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, সিলেট থেকে কর্মসূচি শুরু হবে। আগামীকাল রাতে তারেক রহমানের বিমানযোগে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
পরের দিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।
সেদিন বেলা ১১টার দিকে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে দিনের প্রথম জনসভায় তারেক রহমানের বক্তব্য দেবেন বলে জানান জি কে গউছ।
সিলেটের কর্মসূচি শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং দুপুর ১টা থেকে ২টার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে দ্বিতীয় সমাবেশে যোগ দেবেন।
পরে তিনি শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় যোগ দেবেন এবং হবিগঞ্জ জেলায় একটি সমাবেশে বক্তব্য দেবেন বলে বিএনপির এই নেতা জানান।
জি কে গউছ জানান, দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে, বিশেষ করে মৌলভীবাজার এবং পার্শ্ববর্তী এলাকায়। সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। হবিগঞ্জে একটি বড় জনসমাবেশ করার লক্ষ্যে দলটি কাজ করছে।
তারেক রহমানের সফর ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তৃণমূল নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। আইনপুর মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং আগামীকাল সন্ধ্যার মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ও জেলা নেতারা নিয়মিতভাবে অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন এবং ব্যবস্থা তদারকি করছেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, শেরপুরে সমাবেশের প্রস্তুতি প্রায় শেষের দিকে।
তিনি বলেন, শেরপুরের সমাবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে, মৌলভীবাজার জেলা এবং হবিগঞ্জের নবীগঞ্জ এবং সিলেটের ওসমানীনগর এবং বালাগঞ্জসহ আশেপাশের উপজেলাগুলো থেকে লাখ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং আমরা সতর্ক আছি।
