-4.6 C
New York

‘শান্তি পর্ষদে’ যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার এই আমন্ত্রণের খবর সামনে আসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এমনটি জানিয়েছে।

প্রায় চার বছর ধরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে। ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এই যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু এখনো যুদ্ধ শেষ হয়নি। এখনো শান্তি আলোচনা চলছে। এমন অবস্থায় পুতিনকে শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন ট্রাম্প।

হোয়াইট হাউস বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের এই শান্তি পর্ষদে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এতে সভাপতিত্ব করছেন ট্রাম্প নিজেই।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিনও শান্তি পর্ষদে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন।

তিনি বলেন, রাশিয়া ওয়াশিংটনের সঙ্গে এই প্রস্তাবের সব সূক্ষ্ম দিক ‘স্পষ্ট করতে’ চাচ্ছে। তবে পুতিন এতে যোগদানে আগ্রহী কি না, তা উল্লেখ করেননি।

পুতিনের মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোকেও ট্রাম্পের পক্ষ থেকে শান্তি পর্ষদে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর এসেছে।

ইউক্রেন ও গাজা যুদ্ধের কারণে মস্কো-ইসরায়েল সম্পর্ক এখন চাপের মুখে। ক্রেমলিন একাধিকবার গাজায় ইসয়েলের যুদ্ধের সমালোচনা করেছে এবং সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা কার্যকর করতে শান্তি পর্ষদ গঠিত হয়েছে। এটি তিন স্তরের শাসন কাঠামো, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশসহ বিশ্বের প্রতিনিধিদের রাখা হয়েছে।
 

Related Articles

Latest Articles