কুমিল্লা-২ সংসদীয় আসনে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত সীমানা আপাতত বহাল থাকছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট বিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ইসি এবং কুমিল্লা-২ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর করা পৃথক দুটি লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে গত বছর ৪ সেপ্টেম্বর জারি করা নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা কুমিল্লা-২ আসনের অন্তর্ভুক্ত থাকছে বলে জানিয়েছেন ইসির আইনজীবী কামাল হোসেন মেহজী।
এর আগে কুমিল্লা-২ আসন গঠিত ছিল মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে। অন্যদিকে, হোমনা উপজেলা ছিল কুমিল্লা-১ আসনের অন্তর্ভুক্ত।
পরে নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে হোমনাকে কুমিল্লা-২ আসনে যুক্ত করা হয় এবং মেঘনাকে কুমিল্লা-১ আসনে স্থানান্তর করা হয়। ফলে কুমিল্লা-২ আসন গঠিত হয় হোমনা ও তিতাস উপজেলা নিয়ে।
এই গেজেটকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পর গত ৮ জানুয়ারি হাইকোর্ট রায় দেন। ওই রায়ে সংসদীয় আসন পুনর্বিন্যাসসংক্রান্ত ইসির গেজেটের কিছু অংশ অবৈধ ঘোষণা করা হয়।
একই সঙ্গে আগের সীমানা অনুযায়ী কুমিল্লা-১ আসনে দাউদকান্দি ও তিতাস উপজেলা এবং কুমিল্লা-২ আসনে হোমনা ও মেঘনা উপজেলা পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশও দেন আদালত।
হাইকোর্টের ওই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশন এবং কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন পৃথকভাবে আপিল বিভাগের কাছে লিভ টু আপিল আবেদন করেন।
আজ আদালতে ইসির পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কামাল হোসেন মেহজী শুনানিতে অংশ নেন।
রিট আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত ছিলেন।
