গত বছর আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা (২০২৫ সালের) পুরুষ টি-টোয়েন্টি দলে জায়গা করে নিলেন তিনি।
উইজডেনের সম্পাদকীয় বিভাগ গত বছরের সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজিয়েছে। আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে গত বছর আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঠাসা সূচি ছিল। ধারাবাহিকতা, প্রভাব ও কার্যকারিতা যাচাই করে সেরা খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে।
২০২৫ সালটিতে বাঁহাতি ফাস্ট বোলার মোস্তাফিজ ছিলেন দারুণ সফল। তিনি মোট ৫৯টি উইকেট শিকার করেন। তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। যেসব পেসার গত বছর অন্তত ১৫০ ওভার বল করেন, তাদের মধ্যে কাটার মাস্টার খ্যাত তারকার বোলিং গড়ই (১৮.০৩) ছিল সেরা। এটি টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটে তার রান আটকানো ও নিয়মিত উইকেট নেওয়ার সক্ষমতাকে আবারও প্রমাণ করেছে।
বোলিং স্ট্রাইক রেটের দিক থেকে কেবল ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (১৫.৪৮) মোস্তাফিজের (১৫.৯৪) চেয়ে গত বছর এগিয়ে ছিলেন। উইজডেনের মূল্যায়নে বলা হয়েছে, ‘বছর জুড়েই মোস্তাফিজ রান আটকেছেন ও উইকেট নিয়েছেন।’
উইজডেনের বর্ষসেরা একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। তিন নম্বরে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসকে। মিডল ও লোয়ার অর্ডারে রয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান, দক্ষিণ আফ্রিকার ডনোভান ফেরেইরা, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ও হোল্ডার। বোলিং আক্রমণে কারান, নারাইন ও হোল্ডারের পাশাপাশি মোস্তাফিজের সঙ্গী হয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও ভারতের বরুণ চক্রবর্তী।
২০২৫ সালে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৩ ম্যাচের প্রতিটিতে বল করে ৫৯টি উইকেট নেন মোস্তাফিজ। ১১ রান খরচায় ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স। মোট ১৫৬.৫ ওভার হাত ঘুরিয়ে তিনটি মেডেনেরও স্বাদ নেন।
উইজডেনের বর্ষসেরা (২০২৫ সালের) টি-টোয়েন্টি দল:
অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।
