-3 C
New York

ঢাকা চলচ্চিত্র উৎসব: সেরা সিনেমা ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘কুরাক’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শেষ হয়েছে। এবার বাংলাদেশ প্যানারোমা সেকশনে (পূর্ণদৈর্ঘ্য) সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এশিয়ান কম্পিটিশনে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে এরকে ঝুমাকমাতোভা ও এমিল আতাগেলদিয়েভ নির্মিত কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’।

আজ রোববার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানে সেরা সিনেমাসহ অন্যান্য বিভাগে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের আয়োজনে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, ওমেন ফিল্মমেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম এবং ওপেন টি বায়স্কোপ এই দশ বিভাগে সম্মাননা দেওয়া হয়।

সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন দাস্তান মাদালিয়েভ ও আইজাদা বেকবালায়েভা কিরগিজস্তানের চলচ্চিত্র ওটির (বার্নিং) জন্য। কাজাখস্তানের আবেল চলচ্চিত্রের জন্য সেরা চিত্রগ্রহণ পুরস্কার পেয়েছেন জোলান্টা ডাইলেভস্কা। একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন ইয়্যারলান তুলেউতাই। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ফারিবা নাদেরি ইরানি শোহার-ই-সেতারেহ (দ্য হাজব্যান্ড) চলচ্চিত্রে অভিনয়ের জন্য।

এ ছাড়াও বিভিন্ন বিভাগে সম্মাননা পাওয়া সিনেমার মধ্যে সেরা দর্শক পুরস্কার অর্জন করেছে চীনা নির্মাতা সিন ঝু পরিচালিত ‘শি জিয়ে রি চু এসএইচআই’। সিনেমাটির ইংরেজি নাম ‘অল কোয়ায়েট অ্যাট সানরাইজ’। সেরা দর্শক পুরস্কার পেয়েছে শেখ আল মামুন পরিচালিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘ড্রেইন্ড বাই ড্রিমস’।

শিশু চলচ্চিত্র বিভাগে বাদল রহমান স্মৃতি পুরস্কার পেয়েছে চেন কুনহৌ পরিচালিত চীনা চলচ্চিত্র ‘চিংতং অ্যান্ড কুইহুয়া’। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে পুরস্কৃত হয়েছে এস্তোনিয়া, জার্মানি ও লাটভিয়ার যৌথ প্রযোজনার চলচ্চিত্র এমালোভি (লায়োনেস)। নারী নির্মাতা বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে ফিলিপাইনের এডিথা কাদুয়ায়ার ‘সা লিকোদ এনগ সাপা’।

সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে জার্মানি, পর্তুগাল ও রোমানিয়ার যৌথ প্রযোজনার লিটল সিরিয়া, নির্মাতা মাদালিনা রোস্কা ও রিম কার্সলি।

উৎসবে বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট বিভাগে দ্বিতীয় রানারআপ হয়েছে আবির ফেরদৌস মুখার পরিচালিত ‘ইশপিতে’, প্রথম রানারআপ নির্বাচিত হয়েছে উম্মিদ আশরাফ পরিচালিত ‘ধেত!’। ফিপ্রেসকি বাংলাদেশ পুরস্কার পেয়েছে তানহা তাবাসসুম পরিচালিত ‘হোয়াট ইফ’।

সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত আয়োজনে গান পরিবেশন করেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।

এ উৎসব শুরু হয়েছিল গত ১০ জানুয়ারি।

সমাপনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট, অ্যালিয়স ফ্রঁসেজ এর ডিরেক্টর ফ্রাঁসোয়া শঁব্রো। সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ দেশি-বিদেশি জুরি সদস্য, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

Related Articles

Latest Articles