-4.6 C
New York

পাবনা-১ ও পাবনা-২ আসনে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই: আপিল বিভাগ

নির্বাচন কমিশন নির্ধারিত পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা জটিলতা দূর হয়েছে। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই।

লিভ টু আপিলের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

আদালত উল্লেখ করেছেন, সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসনে অন্তর্ভুক্ত হবে এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে গঠিত হবে পাবনা-২ আসন।

এই দুই আসনের সীমানা পুনর্নির্ধারণের পর গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। ইসির ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট বিভাগ।

আদালত সূত্র জানিয়েছে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের ওই রায় স্থগিত থাকবে।

পাবনা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজিবুর রহমান মোমেন সোমবার লিভ টু আপিল আবেদন করেছিলেন।

আবেদনে তিনি পাবনার এই দুই আসনে নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় ইসির জারি করা স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিতে অনুরোধ করেছেন।

মোমেনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-১ আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’

Related Articles

Latest Articles