-6.2 C
New York

শ্রীপুরে হাতুড়ির আঘাতে জুটমিল শ্রমিক নিহত, গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুরে সহকর্মীর হাতুড়ির আঘাতে এক জুটমিল শ্রমিক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সঙ্গে জড়িত একজনকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে তার নাম জানায়নি।

নিহতের নাম বিল্লাল হোসেন (৪০)। তিনি টিমেক্স জুটমিল লিমিটেডের কর্মী ছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুরের টিমেক্স জুটমিল লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে ভোর সাড়ে ৪টার দিকে বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, বিল্লাল হোসেনের বাবার নাম মৃত বাচ্চু মিয়া। তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন বাঁশকান্দা গ্রামে।

ঢামেক হাসপাতালে বিল্লালকে নিয়ে আসা রুস্তম আলী জানান, নিহত বিল্লাল জুটমিলে কাজ করতেন। কারখানার কাজ শেষে বের হওয়ার সময় পেছন থেকে তার এক সহকর্মী শ্রমিক হাতুড়ি দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরে তার নাম জানানো হবে বলে জানান ওসি।

তিনি আরও জানান, মামলাটি দায়েরের সময় দণ্ডবিধির ৩০২ ধারা উল্লেখ ছিল না। তবে আজ ধারাটি সংযোজন করা হবে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Latest Articles