-3 C
New York

এক যুগ পর বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

প্রায় এক যুগ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন অভিনেত্রী ডলি জহুর। রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে।

টেলিভিশন নাটকে দীর্ঘদিন নিয়মিত কাজ করলেও সিনেমা থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। দেড় শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে শক্ত অবস্থানও তৈরি করেছিলেন ডলি জহুর।

জাতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ডলি জহুর আজীবন সম্মাননাসহ অভিনয়ের জন্য একুশে পদকও পেয়েছেন।

বর্তমানে ‘দম’ সিনেমার শুটিং চলছে পাবনা জেলার প্রত্যন্ত এলাকায়। 

শুটিং প্রসঙ্গে ডলি জহুর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চলনবিলের এদিকে শুটিং করছি। অনেক শীত পড়েছে। তারপরও পুরো ইউনিট নিয়ে কাজ চলছে। কাজ শেষ করেই ফিরব।’

দীর্ঘদিন পর সিনেমায় ফেরার বিষয়ে তিনি বলেন, ‘আসলেই সিনেমায় কাজ করতে চাইনি। তবে মনে হয়েছিল, ফিরতে হলে ফেরার মতো করেই ফিরতে হবে। রেদোয়ান রনির কাছ থেকে প্রস্তাব পেয়ে মনে হয়েছে ভালো কিছু হবে, তাই কাজটি করছি।’

তিনি জানান, এফডিসির নিয়মিত সিনেমা তিনি বহু বছর করেননি। ‘দম’–এর গল্প, লোকেশন ও পরিচালকের কাজের ধরন মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়ের।

পরিচালক সম্পর্কে ডলি জহুর বলেন, ‘রেদোয়ান রনি খুব মেধাবী ও সিনসিয়ার পরিচালক। আগের কাজগুলোতেও সেটা দেখা গেছে। এই সিনেমাতেও ভালো করছেন।’

দম সিনেমায় তিনি অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। পুত্রবধূর চরিত্রে রয়েছেন পূজা চেরি। পূজা চেরি সম্পর্কে ডলি জহুর বলেন, ‘ওকে অনেক দিন ধরেই চিনি। লক্ষী মেয়ে, কাজেও মনোযোগী।’

শুটিং সেট নিয়ে ডলি জহুর বলেন, ‘চলনবিলের মাঝখানে সুন্দর করে সেট তৈরি করা হয়েছে। ভালো কাজের জন্য যা দরকার, সবই আছে।’

এদিকে, সম্প্রতি ‘পরম্পরা’ নামে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করেছেন ডলি জহুর, যার প্রচার শুরু হয়েছে। 

২০১১ সালে সর্বশেষ সিনেমায় অভিনয় করেছিলেন ডলি জহুর। এ পর্যন্ত তিনি ১৬১টি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা রহিম নওয়াজ পরিচালির ‘অসাধারণ’।

Related Articles

Latest Articles