-3 C
New York

‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তারিক আনাম খান

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা তারিক আনাম খান।

সিনেমাটি পরিচালনা করছেন চিত্রগ্রাহক ও নির্মাতা রায়হান খান। নাইন্টিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

‘সিনেমাটির প্রধান চার নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আছেন রাকিব হোসেন ইভন, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম ও উপমা প্রমুখ।

নির্মাতা রায়হান খান বলেন, ‘বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। এটি হবে বাংলাদেশের একটি শক্তিশালী কোর্টরুম ড্রামা। নারী নির্যাতন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং ন্যায়বিচারের জন্য নীরব লড়াই—সবকিছুই উঠে আসবে “ট্রাইব্যুনাল”-এ।’

জনপ্রিয় নাট্যনির্মাতা ও চিত্রনাট্যকার রায়হান খান এর আগে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। আগামী ঈদুল ফিতরে ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Related Articles

Latest Articles