-4.6 C
New York

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোট সমস্যায় ভারত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই চোটের মিছিলে যোগ দিলেন ভারতের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার আয়ুষ বাদোনি।

গত রোববার ভদোদরার সিরিজের প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় বাম পাশের পাঁজরের নিচের অংশে তীব্র অস্বস্তি অনুভব করেন সুন্দর। এরপরই তাকে মাঠ ছাড়তে হয়।

বিসিসিআই জানিয়েছে, চোটের গভীরতা বুঝতে সুন্দরের আরও কিছু স্ক্যান করানো হবে। বোর্ডের মেডিকেল টিম বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে তার বর্তমান অবস্থা ও পুনর্বাসন প্রক্রিয়া মূল্যায়ন করবে।

সুন্দরের জায়গায় সুযোগ পাওয়া আয়ুষ বাদোনিকে নিয়ে বড় স্বপ্ন দেখছে ভারত। প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়া এই তরুণ ক্রিকেটার সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই রাজকোটে দলের সঙ্গে যোগ দেবেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ আছে ভারতের।

 বিশ্বকাপের আগে এই সিরিজগুলোকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে ভারত। তবে চোট সমস্যা ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে। সুন্দরের পাশাপাশি চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা তিলক ভার্মাও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচে অংশ নিতে পারবেন না।

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় ভারত। ৩০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ভারতের এই জয়ে বড় অবদান রাখেন বিরাট কোহলি। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিনি ৯৩ রানে আউট হন। এছাড়া দলে ফেরা শ্রেয়াস আইয়ার ৪৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। চোট পাওয়ার আগে সেই ম্যাচে সুন্দর পাঁচ ওভার বোলিং করেছিলেন এবং ব্যাট হাতে ৭ রানে অপরাজিত ছিলেন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আগামী বুধবার, ১৪ জানুয়ারি রাজকোটে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য ভারতের সংশোধিত দল:

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, আরশদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আয়ুষ বাদোনি।

Related Articles

Latest Articles