সিডনিতে আজ বৃষ্টির কারণে সিডনি সিক্সার্সের সঙ্গে হোবার্ট হ্যারিকেনসের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এতে চলতি বিগ ব্যাশ লিগের (বিবিএল) প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রিশাদ হোসেনের হোবার্ট।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা সিডনির দুই হেভিওয়েট ওপেনার স্টিভ স্মিথ ও বাবর আজম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। অবিরাম বর্ষণে এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সফলতম স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করা বাংলাদেশের রিশাদ হোসেন এদিন বোলিং করার সুযোগ পাননি।
ম্যাচটি ফলহীনভাবে শেষ হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। এর ফলে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই বর্তমান চ্যাম্পিয়নদের নকআউট পর্ব নিশ্চিত হলো।
বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হোবার্ট আগামী বুধবার তাদের শেষ গ্রুপ ম্যাচে ব্রিসবেন হিটের মুখোমুখি হবে।
