-3 C
New York

চট্টগ্রামে পৃথক ঘটনায় ‘পাঠাও’ ও মাইক্রোবাসচালককে হত্যা

চট্টগ্রামে পৃথক দুই জায়গায় ছুরিকাঘাতে ভাড়ায় চলা মোটরসাইকেলের (পাঠাও) চালক ও মাইক্রোবাসচালক হত্যার ঘটনা ঘটেছে। গতরাতে নগরীর বন্দর ও হাটহাজারী উপজেলায় এ দুই ঘটনা ঘটে।

নিহত পাঠাও চালকের নাম আইজুর রহমান (৩৬)। তার বাড়ি বাগেরহাট জেলায়। তিনি স্ত্রীসহ নগরীর দুপ পোল এলাকায় থাকতেন। অন্যদিকে নিহত মাইক্রোবাসচালক মাহবুব আলমের (৩৫) বাড়ি হাটহাজারী পৌরসভার আজিমপাড়া এলাকায়।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে হালিশহর থানার বড়পোল এলাকায় আইজুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তিনি মোটরসাইকেল চালিয়ে বন্দর পোর্ট কলোনি এলাকায় গিয়ে রাস্তায় পড়ে যান। টহল পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘মৃত্যুর আগে আইজুর পুলিশকে জানিয়েছেন, বড়পোল এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

এদিকে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, ভোর ৪টার দিকে কলাবাগান এলাকায় একটি ভবনের আঙিনায় মাইক্রোবাসচালক মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাহবুব হত্যার প্রতিবাদে মাইক্রোবাস চালক সমিতির নেতারা চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

Related Articles

Latest Articles