-5.5 C
New York

স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন থেকে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হবে। এই হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজ রোববার থেকে নতুন এই দর কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, স্থানীয় বাজারে স্বর্ণের দরবৃদ্ধি এবং চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গত কয়েক মাস ধরে দেশের স্বর্ণের বাজার অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। গত ডিসেম্বরেই ১২ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

বাংলাদেশে গত কয়েক বছরে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে প্রতি ভরি স্বর্ণের দাম প্রথমবার ৫০ হাজার টাকা ছাড়িয়েছিল। পাঁচ বছরের মাথায় ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকা অতিক্রম করে। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বর্ণের ভরি দেড় লাখ টাকায় পৌঁছায় এবং একই বছর তা ২ লাখ টাকার মাইলফলকও পেরিয়ে যায়।

Related Articles

Latest Articles