ঢাকার প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।
আদালতের একজন কর্মচারী এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ২২ ডিসেম্বর আদালত তদন্ত সংস্থাকে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার কারওয়ান বাজার এলাকায় প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০-৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে প্রথম আলো কর্তৃপক্ষ।
মামলায় দমামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬ (১), বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ও সাইবার নিরাপত্তা অধ্যাদেশের ২৬ (১) ধারায় অভিযোগ আনা হয়।
মামলার বিবরণে বলা হয়, লুট হওয়া সম্পদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। আর ভাঙচুর ও অগ্নিসংযোগে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩২ কোটি টাকা।
আদালতের নথি অনুযায়ী, গত বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত এ মামলায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।
