নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ কর্মী আরিফ মাহমুদ।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরিফ মাহমুদ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গতমাসে গ্রেপ্তার হন আরিফ। তখন থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি।
পরিদর্শক আনোয়ার জানান, পরিবারের সদস্যরা মায়ের জানাজায় থাকার জন্য আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেট আরিফকে চার ঘন্টার প্যারোল দেন।
তিনি আরও বলেন, মায়ের জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই কারাগারে ফেরত পাঠানো হয় আরিফকে।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে আরিফের মা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান।
