বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর একযোগে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ‘কিং’ সিনেমাটি।
গত বছর শাহরুখ খানের জন্মদিনে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘কিং’-এর টাইটেল রিভিল ভিডিও প্রকাশ করেন। এই সিনেমার মাধ্যমে ‘পাঠানের’ পর আবারও একসঙ্গে কাজ করছেন নায়ক-পরিচালক জুটি।
ফার্স্টলুক টিজারেই দর্শক ও ভক্তদের নজর কাড়ে সিনেমাটি। সেখানে দেখা যায়, শাহরুখ খানের হাতে ‘কিং অব হার্টস’ কার্ড, যা তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। রূপালি চুল, কানে সিগনেচার অ্যাকসেসরিজ এবং ভিন্নধর্মী স্টাইলে তাকে উপস্থাপন করা হয়েছে, যা আগে কখনও দেখা যায়নি।
এই সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ার্সি। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে রানি মুখার্জির।
