-3 C
New York

শ্যারন টেইট: যে আলো নিভে যায়নি আজও

শ্যারন টেইট আজও পুরোপুরি অতীত নন। তিনি যেন একটি থেমে যাওয়া মুহূর্ত। একটি দীর্ঘ নীরবতা। এমন এক বিরতি, যা এত দীর্ঘ হয়েছে যে স্বাভাবিক মনে হয় না।

হলিউডের অন্য তারকাদের আমরা মনে রাখি দীর্ঘ ক্যারিয়ার, উত্থান–পতন আর নিজেকে বারবার নতুন করে গড়ে তোলার গল্প দিয়ে। কিন্তু শ্যারন টেইট আটকে আছেন একটিমাত্র ফ্রেমে—চিরতরুণ, চিরকাল ‘হয়ে ওঠার’ ঠিক আগের মুহূর্তে।

তার নাম প্রায়ই উচ্চারিত হয় এক ভয়াবহ ঘটনার সঙ্গে। কিন্তু তাকে ভৌতিক করে তোলে তার মৃত্যুর ধরন নয়, সময়টা। তিনি মারা গিয়েছিলেন এমন এক সময়ে, যখন তার জীবন এবং হলিউড দুটোই বদলাতে যাচ্ছিল। 

তিনি ধীরে ধীরে ম্লান হননি। মাঝপথে উধাও হয়ে গেছেন। আর এই অসম্পূর্ণতাই তাকে বানিয়েছে হলিউডের সবচেয়ে উজ্জ্বল অথচ ভয়ের চরিত্র।

১৯৬০–এর দশকের শেষ দিকে শ্যারন টেইটকে বলা হতো ‘একজন সুন্দরী অভিনেত্রী’। এই কথার ভেতরে প্রশংসার পাশাপাশি অবমূল্যায়নও ছিল। তার সৌন্দর্যই সামনে থাকত, অভিনয়কে দেখা হতো গৌণ হিসেবে।
ভ্যালি অব দ্য ডলস (১৯৬৭) বা দ্য ফেয়ারলেস ভ্যাম্পায়ার কিলারসে (১৯৬৭) আমরা দেখি একজন অভিনেত্রীকে, যিনি নিজেকে খুঁজছেন–কখনো অগোছালো, কখনো অসম্পূর্ণভাবে, কিন্তু পর্দায় স্পষ্টভাবে উপস্থিত।

যেটা প্রায়ই চোখ এড়িয়ে যায়, তা হলো—তার ক্যারিয়ার তখন শেষ হয়নি, বরং শুরুই হয়েছিল। 

১৯৬৯ সালের হলিউড ছিল পরিবর্তনমুখী। পুরোনো স্টুডিও ব্যবস্থা ভাঙছিল, জন্ম নিচ্ছিল নিউ হলিউড—আরও সাহসী, আরও জটিল বাস্তবতার।

নারী অভিনেত্রীদের চরিত্রও বদলাচ্ছিল। তারা পাচ্ছিলেন দ্বন্দ্বে পরিপূর্ণ গভীর চরিত্র।

শ্যারন টেইট ঠিক এই পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন। তিনি শুধু সাজসজ্জার অংশ ছিলেন না। তার অভিনয়ে ছিল কৌতূহল আর পরীক্ষা করার ইচ্ছা। তিনি এখনো এমন চরিত্র পাননি, যা তাকে পুরোপুরি চ্যালেঞ্জ করত। আর সেটাই আসল কথা—তার গল্প থেমে গেছে নিজেকে প্রমাণ করার আগেই।

শুরু মাঝপথে থেমে গেলে যন্ত্রণা আলাদা হয়। শেষ হয়ে যাওয়া ট্র্যাজেডি আমরা মেনে নিতে পারি। কিন্তু অসমাপ্ত ট্র্যাজেডি আমাদের তাড়া করে ফেরে।
শ্যারন টেইটের জীবন অসম্পূর্ণ বলেই তা আজও অমীমাংসিত মনে হয়। তিনি এমন বয়সে পৌঁছাননি, যখন মানুষ কারো সম্পর্কে স্থির ধারণা তৈরি করে। তিনি ব্যর্থ হওয়ার সুযোগ পাননি। নিজেকে ভেঙে আবার গড়ার সময়ও পাননি।

বেশিরভাগ তারকাকে আমরা মনে রাখি তারা কী করেছেন তার জন্য। শ্যারন টেইটকে মনে রাখি তিনি কী হতে পারতেন তার জন্য। সেই না-হওয়া সম্ভাবনার জায়গাতেই তার স্মৃতি বাস করে।

হলিউডের গল্প উত্থান, শিখর, পতন আর প্রত্যাবর্তন ভালোবাসে। শ্যারন টেইট এই কোনো কাঠামোতেই পড়েন না। তিনি রয়ে গেছেন এক প্রশ্নচিহ্ন হয়ে, যেখানে ভবিষ্যৎ থাকার কথা ছিল।

১৯৬৯ সালের আগস্ট শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়। এটি ছিল একটি সাংস্কৃতিক ভাঙন। এই হত্যাকাণ্ড হয়ে উঠেছিল ষাটের দশকের স্বপ্নভঙ্গের প্রতীক। ভালোবাসা, স্বাধীনতা আর বিশ্বাসের জায়গায় নেমে আসে ভয়। দরজা বন্ধ হয়, দেয়াল ওঠে, আস্থা ভেঙে যায়।

এই ঘটনার পর হলিউড আর কখনো নিজেকে পুরোপুরি নিরাপদ ভাবতে পারেনি। এটি ছিল গভীর ট্রমা ও প্যারানয়ার জন্ম। এই ঘটনা দেখিয়ে দিয়েছিল—খ্যাতি, সৌন্দর্য বা সম্পদ কাউকে রক্ষা করতে পারে না।

তবে তাকে শুধু সেই রাতের ভেতর আটকে রাখাও অন্যায়। তাতে তার পুরো জীবন মৃত্যুর ছায়ায় বন্দি হয়ে যায়।

শ্যারন টেইটের প্রভাব টিকে আছে মূলত তার মুখের জন্য—ভয়ংকর হওয়ার কারণে নয়, বরং ভয়ংকর না হওয়ার কারণে। তার মুখাবয়ব কোমল, বিশ্বাসী। বড় চোখ, খোলা হাসিতে ছিলো এক ধরনের সরলতা।

এই স্নিগ্ধতাই অস্বস্তি তৈরি করে। আমরা চাই ভয় আগে থেকেই সতর্ক করুক। কিন্তু তার মুখে কোনো সতর্কতা নেই। কোনো প্রতিরোধ নেই। তাই সহিংসতা আরও বীভৎস লাগে।

আজ তার ছবি দেখলে অস্বস্তি হয়। কারণ তার মুখের সঙ্গে জড়িয়ে আছে আমরা যা জানি। তার হাসি ভয়ংকর হয়ে ওঠে অভিব্যক্তির জন্য নয়, ইতিহাসের জন্য।

মৃত্যুর পর শ্যারন টেইটকে দ্রুত একটি মিথে পরিণত করা হয়। তাকে বানানো হয় নিষ্পাপতা ও হারানো সম্ভাবনার প্রতীক। উদ্দেশ্য ছিল সম্মান জানানো, কিন্তু এতে তার নিজস্ব মানুষটি হারিয়ে যায়।

এখানেই হলিউডের স্মৃতিচর্চার অস্বস্তিকর দিক দেখা যায়। ট্র্যাজেডি নারীদের প্রায়ই প্রতীকে পরিণত করে। মানুষ হিসেবে তাদের জটিলতা চাপা পড়ে যায়।

সময় এগোয়, কিন্তু শ্যারন টেইট যেন এগোন না। তিনি এমনভাবে রয়ে গেছেন, যেন কখনো হতাশ করার সুযোগই পাননি। তার ছবিগুলো আজও বর্তমান মনে হয়। অন্য তারকারা নস্টালজিয়ায় রূপ নেন, তিনি থেকে যান প্রশ্ন হয়ে।

এই অর্থেই তিনি ভূতের মতো—অলৌকিক নয়, সাংস্কৃতিক অর্থে। তিনি সেই ভবিষ্যৎ, যা কখনো আসেনি। সেই সম্ভাবনা, যা হারিয়েও হারায়নি।

শুধু একজন ভিকটিম হিসেবে তাকে মনে রাখলে আমরা তাকে আবার সেই রাতেই আটকে দিই। তাকে সম্পূর্ণভাবে বুঝতে হলে দেখতে হবে একজন চলমান মানুষ হিসেবে—যাকে হঠাৎ থামিয়ে দেওয়া হয়েছিল।

তার স্মৃতির শক্তি তার মৃত্যুর নিষ্ঠুরতায় নয়, বরং সেই জীবনে, যা তখনই শুরু হচ্ছিল। তিনি আমাদের মনে করিয়ে দেন—সম্ভাবনা হারিয়ে গেলেও পুরোপুরি মরে না। তা থেকে যায়। প্রশ্ন তোলে। আর চোখ ফেরাতে দেয় না।
 

Related Articles

Latest Articles