-6.2 C
New York

সাতক্ষীরায় ৩২৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে ৩২৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগবাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গেপ্তার মো. ফারুক হোসেন (৪০) ওই উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ সাতক্ষীরার ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Related Articles

Latest Articles