জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনে দলটির প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘ফ্যামিলি কার্ড ভুয়া। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন।’
আজ শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোড়করা স্কুল মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
তাহের বলেন, ‘একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করছে। তারা আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এ দেশের মানুষ, চার কোটি যুবক এটা হতে দেবে না।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবেন চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন।’
