-4.6 C
New York

ফিক্সিংয়ের অভিযোগে অডিট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন বিসিবি পরিচালক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মুখলেসুর রহমান অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার বিসিবির অন্য একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘হ্যাঁ, তিনি অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।’

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন মুখলেসুর। এদিন শেষ হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরে ফিক্সিংয়ের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ সম্প্রতি উঠে আসে ফ্রিল্যান্স সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে।

বিসিবির ওই পরিচালক আরও বলেছেন, ‘আমরা ইতোমধ্যে সমস্ত তথ্য বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের কাছে হস্তান্তর করেছি। আগামীকাল (শনিবার) থেকে তিনি তদন্ত শুরু করবেন।’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে মুখলেসুর বলেছেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি অডিট কমিটিসহ অন্যান্য সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছি, তবে আমি পরিচালক পদে বহাল থাকব। আমি চাই এই বিষয়ে একটি স্বচ্ছ তদন্ত হোক।’

ক্রিকবাজ আরও জানিয়েছে, মার্শাল এই তদন্ত প্রক্রিয়ার তদারকি করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে কল রেকর্ড পরীক্ষা, আর্থিক লেনদেনের উৎস এবং বিসিবি ও আইসিসি— উভয় সংস্থারই দুর্নীতিবিরোধী বিধিমালার লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

Related Articles

Latest Articles