-6.2 C
New York

এবার আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ বিসিবি

ভারত থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে আবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার বিসিবির একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনেও বলা হয়েছে, ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিআরসিতে পাঠানোর অনুরোধ জানিয়ে আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি।

আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি মূলত একটি স্বাধীন সালিশি সংস্থা, যা আইসিসি, সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে থাকে। সাধারণত অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান না হলে এই কমিটি হস্তক্ষেপ করে।

গত বুধবার আইসিসি বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বোর্ড সভায় ভোটাভুটি অনুযায়ী বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে তারা ভারত সফরের ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে একদিনের সময়সীমা বেঁধে দেয়।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তের পর গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।’

একই সুর শোনানোর পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড তাদের ‘লড়াই চালিয়ে যাবে’।

Related Articles

Latest Articles