বিদায়ী বছরের কোরিয়ান পপের (কে-পপ) সবচেয়ে বড় বাজার ছিল দক্ষিণ কোরিয়া, জাপান ও ইন্দোনেশিয়া। এই তালিকা দেখে বোঝা যায়, কে-পপ এখনো এশিয়াতে শক্তিশালী অবস্থানে আছে। তবে বিশ্বজুড়ে এর প্রসার হচ্ছে।
কে-পপ রাডার এই তথ্য প্রকাশ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে।
কেপপ রাডার একটি আন্তর্জাতিক বিশ্লেষণ প্ল্যাটফর্ম, যারা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউটিউব ভিউ ট্র্যাক করে কে-পপের আন্তর্জাতিক দর্শক বাজারের তথ্য প্রকাশ করেছে।
এর আগেও এই তিন দেশ শীর্ষতে ছিল। তবে এর বাইরে যুক্তরাষ্ট্র এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে ভারত পাঁচে নেমে গেছে।
তাইওয়ান নবম স্থানে উঠে বিশ্ব শীর্ষ দশে প্রবেশ করেছে। যুক্তরাজ্য ২০-এর বাইরে থেকে হঠাৎ ১৭তম স্থানে উঠে এসেছে। ফ্রান্স, জার্মানি ও কানাডাও র্যাংকিংয়ে এগিয়ে এসেছে।
