এক মাস ২০ দিন পর দিনাজপুরের বিরামপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
আজ বুধবার বন্দরের কাস্টমস ও শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাধন টেলিফোনে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ছয়টি ট্রাকে মোট ২৪৩ টন মোটা চাল বন্দরে এসেছে। এর মধ্যে অগ্রিম আয়কর (এআইটি) হিসেবে এক লাখ ৯৬ হাজার টাকা আদায়ের পর ১৫৮ টন চাল খালাস করা হয়েছে।
হিলি স্থলবন্দরের প্লান্ট কোয়ারেন্টাইন স্টেশনের উপসহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, ১৮ জানুয়ারি ভারত থেকে চাল আমদানির অনুমতি পাওয়ার পর আজ থেকে আমদানিকারকেরা ভারত থেকে চাল আনতে শুরু করেছেন।
‘গুণগত মান যাচাই শেষে আমদানি করা চালের চালান খালাস করা হচ্ছে,’ বলেন তিনি।
এ পর্যন্ত ৪০ জন আমদানিকারক মোট ১৭ হাজার টন চাল আমদানির অনুমোদন পেয়েছেন।
ডিপি এন্টারপ্রাইজের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, প্রথম চালানে তাদের প্রতিষ্ঠান দুটি ট্রাকে ‘সম্পা কাটারি’ ব্র্যান্ডের ৭৭ টন মোটা চাল এনেছে।
তিনি আরও বলেন, ‘স্থানীয়ভাবে উৎপাদিত মোটা চাল প্রতি কেজি ৭০-৭১ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বন্দর এলাকায় আমদানি করা চালের কেজি প্রতি ৬৪-৬৫ টাকা।’
চাহিদা বাড়তে থাকায় চাল আমদানি ধীরে ধীরে গতি পাচ্ছে, যোগ করেন রিন্টু।
