-3 C
New York

শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতে তারেক রহমান, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশকেরও বেশি সময় পর সিলেটে সফরের অংশ হিসেবে আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারত করেন।

তিনি আজ রাত ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি শাহজালাল (র.)–এর মাজারে গিয়ে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।

এরপর তিনি মাজার মসজিদে নফল নামাজ আদায় করেন এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবরে ফাতেহা পাঠ করেন।

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত সড়কের পাশে হাজারো মানুষ জড়ো হন। এ সময় তাকে বহনকারী বাসটি ধীরগতিতে চলতে থাকে এবং প্রায় ১ ঘণ্টা পর রাত ৯টার দিকে মাজারে পৌঁছে।

পরিস্থিতি সামাল দিতে মাজারের গেটে তারেক রহমানকে আরও প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।

সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।

দীর্ঘদিনের নির্বাচনী ঐতিহ্য মেনেই বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাও শুরু করতে যাচ্ছে সিলেট থেকে।

হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.)–এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

Related Articles

Latest Articles