আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৯৬৭ জন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় গতকাল বুধবার রাতে এ তথ্য জানায়।
ইসির তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের তারিখ আজ ২১ জানুয়ারি, বুধবার। আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে।
এরইমধ্যে সকাল ১০টায় ইসিতে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সারা দেশেই এই প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে।
ইসির তথ্য অনুযায়ী, ইসির কাছে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৫৮৫ জন। মনোনয়ন দাখিলের পর বৈধ প্রার্থী হয়েছিলেন এক হাজার ৮৫৮ জন। ৭২৬ জনের মনোনয়ন বাতিল হয়।
মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ৬৩৯ জন। এসব আপিলের শুনানি শেষে প্রার্থিতা ফেরত পেয়েছেন ৪৩১ জন। আর প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩০৫ জন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।
