-6.2 C
New York

জামায়াত আমিরসহ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ সাত শীর্ষ নেতা ও প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ১০ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে নিরাপত্তা চেয়ে একটি আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

জামায়াত আমির ছাড়াও নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এটিএম আজহারুল ইসলাম ও মুজিবুর রহমান এবং দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান।

নির্বাচন কমিশনে দেওয়া আবেদনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, গত ১১ ডিসেম্বর নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর সরকার ও নির্বাচন কমিশনের কাছে জনগণের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে ভোটার, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে বাস্তবে এ বিষয়ে কোনো দৃশ্যমান উন্নতি বা কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তফসিল ঘোষণার পর থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান বিন হাদীসহ অন্তত আটজন রাজনৈতিক নেতা ও কর্মী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে আরও অনেকেই আহত হয়েছেন।

এ পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক নেতা ও প্রার্থীদের জন্য অবিলম্বে কার্যকর ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জামায়াতের ওই সাত নেতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

Related Articles

Latest Articles