সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
এ কারণে উড়োজাহাজটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে গেছে বলে জানিয়েছেন সিএনএনের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা কেইটলান কলিন্স।
প্রতিবেদনে বলা হয়, রাত ১১টা ৭ মিনিটের দিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নিরাপদে অবতরণ করেছে এয়ারফোর্স ওয়ান।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ‘সামান্য বৈদ্যুতিক গোলযোগ’ দেখা দেওয়ায় এয়ারফোর্স ওয়ান প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে।
এয়ারফোর্স ওয়ান ফিরে এলেও ট্রাম্প ও তার সফরসঙ্গীরা দুটি ছোট বিমানে ভাগ হয়ে দাভোসের উদ্দেশে যাত্রা করবেন বলে পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, তারা রাত ১১টা ৪৫ মিনিটের দিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে থেকে আবার যাত্রা করার পরিকল্পনা করছেন।
