-5.5 C
New York

এবার গুগল ফটোজে তৈরি করা যাবে মিম

গুগল তাদের ফটোজে অ্যাপে একটি নতুন ফিচার চালু করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ব্যক্তিগতকৃত মিম তৈরি করতে পারবেন।

সম্প্রতি একটি কমিউনিটি ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

এই মিমগুলোতে হাস্যরস, আবেগ বা সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরা যাবে। সহজে শেয়ারও করা যাবে মিমগুলো।

‘মি মিম’ নামের এই ফিচারটি প্রথমে যুক্তরাষ্ট্রে চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি ও পূর্বনির্ধারিত বা কাস্টম টেমপ্লেট একত্র করে শেয়ারযোগ্য ছবি তৈরি করতে পারবেন।

গুগলের ভাষ্য অনুযায়ী, এই টুলটি ব্যবহারকারীদের তাদের ফটো লাইব্রেরি নিয়ে আরও সৃজনশীলভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে ও বন্ধু-পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য হালকা বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে সহায়তা করবে।

গুগলের তথ্যমতে, ‘মি মিম’ ব্যবহারের ক্ষেত্রে প্রথমে ব্যবহারকারীকে একটি টেমপ্লেট বেছে নিতে হবে—যা পূর্বনির্ধারিত অপশন থেকে নেওয়া যেতে পারে বা নিজের কোনো ছবি আপলোড করেও তৈরি করা যেতে পারে।

এরপর সেটির সঙ্গে একটি ব্যক্তিগত ছবি যুক্ত করা হবে। জেনারেটিভ এআই ব্যবহার করে সিস্টেমটি একটি সম্পূর্ণ মিম তৈরি করবে, যা অ্যাপ থেকেই সংরক্ষণ, নতুন করে তৈরি কিংবা সরাসরি শেয়ার করা যাবে।

Related Articles

Latest Articles