দেশীয় সক্ষমতা গড়ে তোলা ও বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন বাজারের ক্রমবর্ধমান সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তুলতে প্রায় ৮৫০ একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
আশিক চৌধুরী জানান, বেজা বোর্ড জায়গাটিকে তাদের মাস্টারপ্ল্যানে একটি নির্দিষ্ট প্রতিরক্ষা শিল্পাঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, এই উদ্যোগের লক্ষ্য একাধিক রাষ্ট্রীয় কারখানার মাধ্যমে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিজের মডেল অনুকরণ করা নয়। বরং বিদেশি অংশীদারদের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও যৌথ উদ্যোগের ওপর জোর দেওয়া হবে। পরবর্তী ধাপে বেসরকারি খাতের অংশগ্রহণের সুযোগও থাকবে।
সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের উদাহরণ টেনে আশিক চৌধুরী বলেন, উন্নত সামরিক প্ল্যাটফর্মের চেয়ে মৌলিক সামরিক সরঞ্জামের ঘাটতিই বেশি দেখা যায়—যা নিজস্ব উৎপাদন সক্ষমতার প্রয়োজনীয়তা তুলে ধরে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ধাপে ধাপে এই শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। একসঙ্গে পুরো ৮৫০ একর জমি ব্যবহার করা হবে না। আগামী পাঁচ বছরে প্রাথমিক কার্যক্রম সীমিত একটি এলাকায় শুরু হতে পারে।
সম্ভাব্য অংশীদার দেশ বা নির্দিষ্ট পণ্যের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, বিষয়টি কূটনৈতিক ও দ্বিপক্ষীয়।
রাজনৈতিক পরিবর্তন হলেও প্রকল্পটি চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প সক্ষমতা একটি জাতীয় অগ্রাধিকার।
