-3 C
New York

গাজীপুর ও ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গাজীপুর ও ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

আজ সোমবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে কারখানার ভেতরে পৌরসভার একটি ময়লার গাড়ির চাপায় জসিম আহম্মেদ (৪৪) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত জসিম আহম্মেদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় ভাড়া বাসায় থেকে ওই কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীপুর পৌরসভার সচিব বদরুজ্জামান বাদল বলেন, ‘আমাদের পৌর নির্বাহী কর্মকর্তা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। প্রাথমিকভাবে দাফনের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। 

সোমবার বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিউল ইসলাম এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শিল্পী রানি দাস, তুষার দাস ও মো. সোহাগ। অপর একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ৩টার দিকে লালমোহন উপজেলার ড. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক নারী যাত্রীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। বাস ও অটোরিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হন।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে মো. সোহাগ হোসেন নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

(এই প্রতিবেদনটি প্রস্তুত করতে দ্য ডেইলি স্টারের বরিশাল ও গাজীপুর সংবাদদাতা তথ্য দিয়ে সহায়তা করেছেন)

Related Articles

Latest Articles