-3 C
New York

ইয়ামালের অসাধারণ ভলি, শীর্ষে ফিরল বার্সা

লামিনে ইয়ামালের চোখধাঁধানো ভলি গোলের সঙ্গে দানি ওলমো ও রাফিনিয়ার গোলে রিয়াল ওভিয়েদোকে ৩-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পুনর্দখল করেছে বার্সেলোনা। রোববার আংশিকভাবে পুনরায় খোলা ক্যাম্প ন্যুতে এই জয় পায় হানসি ফ্লিকের দল।

এর আগে শনিবার ভিয়ারিয়ালকে হারিয়ে সাময়িকভাবে লিগের শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে ওভিয়েদোর বিপক্ষে জয় নিয়ে আবারও এক পয়েন্টে এগিয়ে গেল কাতালানরা।

টেবিলের একেবারে নিচে থাকা ওভিয়েদোর বিপক্ষে ম্যাচটি সহজ হবে বলেই ধারণা ছিল। কিন্তু পুরো মৌসুমে মাত্র দুটি জয় পাওয়া দলটি রক্ষণে বেশ সংগঠিত পারফরম্যান্স দেখিয়ে প্রথমার্ধে বার্সেলোনাকে ভুগিয়েছে। বিরতির আগ পর্যন্ত ফ্লিকের দল স্পষ্ট সুযোগ তৈরিতে বেশ হিমশিম খায়।

প্রথমার্ধে বার্সার পাসিং ছিল অস্বাভাবিকভাবে এলোমেলো। ইনজুরিতে থাকা মিডফিল্ডের প্রাণভোমরা পেদ্রি গনসালেস গ্যালারি থেকে ম্যাচ দেখেন, তার মুখভঙ্গিতেই যেন হতাশার ছাপ স্পষ্ট ছিল। অন্যদিকে ওভিয়েদো সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠছিল। দূরপাল্লার এক শটে হাইসেম হাসান বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে পরীক্ষা নেন। আবার বিরতির ঠিক আগে রাফিনিয়ার শট ঠেকিয়ে দুর্দান্ত সেভ করেন ওভিয়েদো গোলরক্ষক আরন এসকান্দেল।

দ্বিতীয়ার্ধে একেবারেই ভিন্ন চেহারায় মাঠে নামে বার্সেলোনা। শুরুতেই ইয়ামাল ও রাফিনিয়ার উচ্চচাপ প্রয়াসে বল ছিটকে পড়ে দানি ওলমোর পায়ে। সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে দলকে লিড এনে দেন তিনি।

৫৭ মিনিটে ওভিয়েদোর ভুলে আসে বার্সার দ্বিতীয় গোল। ডেভিড কস্তাসের দুর্বল ব্যাকপাস ধরে রাফিনিয়া এগিয়ে গিয়ে এসকান্দেলের মাথার ওপর দিয়ে লব করে বল জালে পাঠান।

এরপর ম্যাচের সেরা মুহূর্তটি উপহার দেন তরুণ তারকা ল্যামিনে ইয়ামাল। ওলমোর ক্রসটি যখন তার পেছনে চলে যাচ্ছিল, ঠিক তখনই অসাধারণ কৌশলে সাইডওয়েজ সিজার-কিক করে ভলিতে গোল করেন তিনি, যা কার্যত ম্যাচের ফল নিশ্চিত করে দেয়।

ম্যাচের শেষভাগে হঠাৎ ভারী বৃষ্টিতে দর্শকদের অনেকে আশ্রয়ের খোঁজে ছুটে যান, কারণ ক্যাম্প ন্যুতে এখনো ছাদ বসানো হয়নি। যারা ছিলেন, তারা দেখেন রবার্ট লেভানদোভস্কির সম্ভাব্য চতুর্থ গোলটি দারুণ এক সেভে ঠেকান এসকান্দেল।

 

Related Articles

Latest Articles