-5.5 C
New York

জাভেদের মতো নায়কের জীবদ্দশায় পুরস্কার না পাওয়া দুঃখজনক: ববিতা

সদ্য প্রয়াত নায়ক ইলিয়াস জাভেদের সঙ্গে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা। সে সময় দর্শকদের হৃদয়ে দাগ কাটে রুপালি পর্দার ওই জুটি।

এই জুটির অন্যতম ব্যবসাসফল একটি সিনেমা ‘নিশান’।

টানা এক বছরেরও বেশি সময় প্রেক্ষাগৃহে চলেছে এই সিনেমা। ‘নিশান’ সিনেমার একটি গান ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ আজও জনপ্রিয়।

সদ্য প্রয়াত নায়ক ইলিয়াস জাভেদের স্মৃতিচারণ করে কানাডা থেকে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন নায়িকা ববিতা।

বলেন, ‘দূর দেশ থেকে নায়ক জাভেদের মৃত্যুর খবর শুনেছি। ভীষণভাবে মর্মাহত হয়েছি।’

‘তার সাথে অভিনয় জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। চলে যাওয়ার খবর শুনে এখন তার স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে,’ বলেন এ নায়িকা।

ইলিয়াস জাভেদের সাথে পরিচয় নিয়ে ববিতা বলেন, ‘ঠিক মনে পড়ছে না। তবে যতটুকু মনে পড়ছে নৃত্য পরিচালক হিসেবে প্রথম তাকে চিনেছি। আমার অভিনীত অনেক সিনেমার নাচের পরিচালক ছিলেন। শুধু আমি নয়, আরও বহু শিল্পীকে নাচ শিখিয়েছেন তিনি। সুন্দর নাচ পারতেন আর সহজ করে শিখিয়ে দিতেন।’

ঢাকাই সিনেমায় বিশাল অবদান সত্ত্বেও জাভেদ কোনো পুরস্কার বা স্বীকৃতি না পাওয়ায় আফসোস করেন ববিতা।

বলেন, ‘সবচেয়ে কষ্ট লাগে জাভেদের মতো নায়ক জীবদ্দশায় কোনো পুরস্কার পাননি। এটা আমাকে অবাকও করেছে।’

ববিতা আরও বলেন, ‘পাকিস্তানের মানুষ হয়েও এ দেশে থেকে গেছেন জাভেদ। বাংলা ভাষা ও চলচ্চিত্রকে ভালোবেসেছিলেন তিনি।’

সাড়া জাগানো ‘নিশান’ সিনেমা নিয়ে প্রশ্ন করতেই ববিতা বলেন, ‘আমাদের দুজনের অনেক সিনেমা ব্যবসাসফল হয়েছে। তারপরও সবচেয়ে আলোচিত ‘নিশান’। এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করে শিল্পী হিসেবে মেধার পরিচয় দেন জাভেদ। দর্শকরা তার অভিনয় এতটাই পছন্দ করেছিলেন যে এখনো মনে রেখেছেন।’

‘চুপি চুপি’ গান প্রসঙ্গে ববিতা বলেন, ‘মনে পড়ে এফডিসিতে সেট ফেলে শুটিং করেছিলাম। গানটি দেখে অনেকেই ভেবেছেন আউটডোরে শুটিং হয়েছে। এই গান এতটা সাড়া ফেলবে ভাবিনি।’

এ সময় নিজের জীবনের একটি ঘটনা কথা স্মরণ করেন ববিতা। বলেন, ‘দশ-বারো বছর আগে হঠাৎ গুজব ছড়িয়ে পড়েছিল আমি মারা গেছি। খবরটা জাভেদের কানে যায়। সঙ্গে সঙ্গে আমার বাসায় ছুটে এসেছিলেন। সেদিন বুঝেছিলাম অনেক বড় মনের মানুষ তিনি।’

গত ২১ জানুয়ারি বুধবার সকাল সোয়া ১১টায় উত্তরায় নিজ বাসায় ৮২ বছর বয়সে মারা যান ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ।

Related Articles

Latest Articles