-3 C
New York

আলু চাষিদের জন্য প্রণোদনার পরিকল্পনা সরকারের

আলু চাষিদের জন্য সরকার প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, গত মৌসুমে আলুর উৎপাদন দেশের অভ্যন্তরীণ চাহিদার চেয়েও বেশি হওয়ায় কৃষক ন্যায্যমূল্য পায়নি।

চাল, আলু, পেঁয়াজ, সবজি ও সরিষাসহ প্রধান কৃষিপণ্যের উৎপাদন সারা দেশে বেড়েছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন, ‘চাল উৎপাদন আগের বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘পেঁয়াজ উৎপাদন ২২ শতাংশ বেড়েছে। এর কারণে পেঁয়াজের বাজারদর স্থিতিশীল ছিল।’

তিনি জানান, সবজি উৎপাদন ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তুলনামূলকভাবে দাম স্থিতিশীল ছিল। সরিষা উৎপাদনে সর্বোচ্চ ৮৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

তিনি আরও জানান, চলতি বছরে ভর্তুকিবিহীন সারের মজুত ১৯৬১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

 

Related Articles

Latest Articles