রাঙ্গামাটি সদরের মানিকছড়ি থেকে খাগড়াছড়ি পর্যন্ত সাড়ে ৬১ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি এক থেকে দুই লেনে উন্নীত হচ্ছে।
আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘রাঙ্গামাটি (মানিকছড়ি)-মহালছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও যথাযথমানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা। যার পুরোটাই জিওবি অর্থায়নে।
সওজ রাঙ্গামাটি বিভাগ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলা সদরের মানিকছড়ি থেকে খাগড়াছড়ি সদর পর্যন্ত সাড়ে ৬১ কিলোমিটার সড়কটি ১২ ফুট থেকে ২৪ ফুট বা সিঙ্গেল লেন থেকে ডাবল লেনে উন্নীত হবে।
পুরো সড়কে ১৩টি কালভার্ট সম্প্রসারণ ও ৮৫টি নতুন কালভার্ট নির্মিত হবে। এছাড়া সড়কের দুই পাশে ড্রেন তৈরি ও ঝুঁকিপূর্ণ বাঁক এলাকায় দুই মিটার করে বাড়তি প্রশস্ত করা হবে।
রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কটি সড়কটি সিঙ্গেল লেনের হওয়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘এটি রাঙ্গামাটি-খাগড়াছড়ি জেলার মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। সড়কে দুর্ঘটনা কমে আসার পাশাপাশি নিরাপদ ভ্রমণ, স্থানীয় কৃষি পণ্য ও মৌসুমি ফল বাজারজাত করা আরও সহজতর হলে স্থানীয়ভাবে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।’
‘১ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটিতে ৪০ কিলোমিটার এলাকায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হবে। এরমধ্যে ঔষধি, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষ থাকবে,’ যোগ করেন তিনি।
