গাজীপুর মহানগরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আহত হয়েছেন এজেন্ট হাবিবুর রহমান (৫০)।
গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে বাসন থানাধীন ১৬ নম্বর ওয়ার্ডের আউটপাড়া কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
তিনি জানান, তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন অজ্ঞাতনামা ছিনতাইকারী দুটি ককটেল বিস্ফোরণ ঘটালে সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। এই সুযোগে তারা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাইয়ের সময় হাবিবুর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাসন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইদ্রিস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানার চেষ্টা করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাসন বাইপাস মোড় এলাকার সবজি বিক্রেতা আলমগীর হোসেন (৪৮) বলেন, ‘হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হতে থাকলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে দেখি একজন লোক কান্নাকাটি করছেন। শুনেছি তার কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।’
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছে।
