-3 C
New York

২ মাস পর এনআইডি সংশোধন সেবা চালু

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ডাকযোগে ভোট নিবন্ধন কার্যক্রম সহজ করতে এই সেবা বন্ধ রাখা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির আজ রোববার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে ইসি ভবনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এখন এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হচ্ছে।’

স্থগিতাদেশের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ব্যবস্থাগুলো আমাদের জন্য বড় বিষয় ছিল। ওই সময় এসব ব্যবস্থার নিবন্ধন কার্যক্রম চলছিল। এখন সেগুলো শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি।’

ভোটার তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় ভুল তথ্য বা ভোটার উপাত্তে পরিবর্তন ঠেকাতে গত ২৪ নভেম্বর এনআইডি সংশোধন সেবা স্থগিত করেছিল ইসি।

ডাকযোগে ভোট নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ায় সাংবিধানিক সংস্থাটি এখন এই সেবা পুনরায় চালু করেছে।

Related Articles

Latest Articles