-3 C
New York

আলোনসোর সঙ্গে যোগাযোগ করেছে লিভারপুল

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর হঠাৎ করেই জাবি আলোনসোকে বরখাস্ত করে রিয়াল মাদ্রিদ। সেই তিক্ততার রেশ কেটে গেছে দ্রতই। বায়ার লেভারকুসেনে তার সফল সময়ের সুবাদে ইউরোপীয় ফুটবলে তার সুনাম এখনো অটুট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ক্রীড়াগত যুক্তির অভাবে রিয়াল মাদ্রিদের এই সিদ্ধান্ত ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর ক্রীড়া পরিচালকদের ওপর তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।

বার্সেলোনার বিপক্ষে অত্যন্ত হাড্ডাহাড্ডি এক ফাইনালে হারের পরই আলোনসোকে ছাঁটাই করে রিয়াল। অথচ লা লিগায় শীর্ষে থাকা দলের থেকে তারা ছিল মাত্র চার পয়েন্ট পিছিয়ে এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠাও ছিল প্রায় নিশ্চিত। দায়িত্ব নেওয়ার পর আলভারো আরবেলোয়া লিগে কিছুটা গতি ফিরিয়েছেন ঠিকই, তবে নতুন কোচের পারফরম্যান্স আলোনসোর মর্যাদা বা ভাবমূর্তিতে কোনো প্রভাব ফেলবে না, যিনি রিয়ালে সদ্যই একটি নতুন প্রকল্পের সূচনা করেছিলেন।

এই বাস্তবতায় লিভারপুলের আগ্রহ খুব একটা বিস্ময়কর নয়। স্প্যানিশ দৈনিক দিওয়ারিও এএস-এ সাংবাদিক হোসে ফেলিক্স দিয়াস জানিয়েছেন, আগামী মৌসুমের জন্য লিভারপুল ইতোমধ্যেই আলোনসোকে সম্ভাব্য প্রধান কোচ হিসেবে বিবেচনা করছে। এমনকি অ্যানফিল্ড রোড থেকেই তার কাছে প্রথম যোগাযোগ করা হয়েছে।

প্রিমিয়ার লিগে লিভারপুলের বর্তমান অবস্থান বেশ নাজুক। বোর্নমাউথের বিপক্ষে সাম্প্রতিক হার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আর্নে স্লটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। গত মৌসুমে ইংলিশ শিরোপা জয় করলেও চলতি মৌসুমে ডাচ কোচের অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়েছে।

ক্লাবের অন্দরমহলে ধারণা তৈরি হয়েছে, ফলাফল যাই হোক, মৌসুম শেষে স্লটের বিদায় প্রায় নিশ্চিত। প্রিমিয়ার লিগের শিরোপা এখন কার্যত ধরাছোঁয়ার বাইরে হলেও চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ভালো অবস্থানে আছে এবং সেরা আটে থাকার দৌড়ে এগিয়ে। গত মৌসুমে গ্রুপপর্বে শীর্ষে থেকেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন পিএসজির কাছে টাইব্রেকারে বিদায় নিতে হয়েছিল তাদের।

চ্যাম্পিয়নস লিগে বড় কোনো অঘটন না ঘটলে স্লট চলতি মৌসুম শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। এরপর নতুন কোচ নিয়োগ দেবে লিভারপুল, আর সেই দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন জাবি আলোনসো।

অ্যানফিল্ডে আলোনসো এক আবেগী নাম। লিভারপুলে তার পাঁচ মৌসুমের ক্যারিয়ার চরম মাত্রা দিয়েছিল ২০০৫ সালের ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়ে, মিলানের বিপক্ষে ফাইনালে ৩-০ ব্যবধান ঘোচানোর সেই ম্যাচে তিনি নিজেও গোল করেছিলেন। ক্লাবটির ইতিহাসে তার অবদান আজও স্মরণীয়।

লিভারপুলে ফিরলে আলোনসো নিজের দর্শন ও খেলার ধরন স্বাধীনভাবে প্রয়োগ করার সুযোগ পাবেন, যা রিয়াল মাদ্রিদে সম্ভব হয়নি, সেখানে খেলোয়াড়দের পূর্ণ আস্থা পাননি তার সাহসী ও আক্রমণাত্মক ভাবনাগুলো।

৪৪ বছর বয়সী এই কোচের সামনে এখনো দীর্ঘ পথ পড়ে আছে। ইংলিশ ফুটবল তার জন্য আদর্শ মঞ্চ হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে তিনি যোগ দেবেন আর্তেতা, উনাই এমেরি, ইরাওলা কিংবা ওয়েস্ট হ্যামে সহকারী হিসেবে কাজ করা প্যাকো জেমেসের মতো স্প্যানিশ কোচদের সারিতে, যারা একসময় রাফায়েল বেনিতেসের পথ ধরে এবং সাম্প্রতিক সময়ে পেপ গার্দিওলার ছায়ায় ইংল্যান্ডে সফলতা পেয়েছেন।

Related Articles

Latest Articles