-3 C
New York

বিপিএল শেষ হতেই অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল নাজমুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে আবারও অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। বিসিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিপিএল চলাকালীন সময়ে ক্রিকেটারদের প্রতিবাদের মুখে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

গত ১৮ জানুয়ারি, বিসিবির দেওয়া শোকজ নোটিশের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার এক দিন পর বোর্ডে নিজের জবাব জমা দেন নাজমুল। পরে বিসিবির শৃঙ্খলা কমিটি জানায়, তার দেওয়া ব্যাখ্যাকে তারা ইতিবাচক ও সন্তোষজনক হিসেবে বিবেচনা করেছে।

শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ফয়েজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আমাদের পর্যবেক্ষণ বোর্ডকে জানিয়েছিলাম। চূড়ান্ত সিদ্ধান্তটি বোর্ডই নিয়েছে।’

তবে নাজমুলের জবাবের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বিসিবি। বোর্ডের একটি সূত্র জানায়, ‘সিদ্ধান্তটি বোর্ডে পাঠানো হয়েছিল। যেহেতু বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে, তাই এ বিষয়ে কমিটির আর কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। সভাপতির নির্দেশেই তাকে পুনর্বহাল করা হয়েছে।’

জানা গেছে, গতকালের বোর্ড সভায় শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বলেন, তিনি বোর্ড পরিচালকের বিচারক হওয়ার অবস্থানে নেই। ওই সভায় নাজমুল নিজেও বক্তব্য দেন এবং বোর্ড পরিচালকেরা স্বীকার করেন যে তিনি বোর্ডের অন্য সদস্যদের সমর্থন পাচ্ছেন। বিসিবি সভাপতি এই সিদ্ধান্ত নিয়ে কোনো আপত্তি তোলেননি বলেও জানা গেছে।

এর আগে নাজমুল মন্তব্য করেছিলেন, বাংলাদেশ দল আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেওয়ার দায় বোর্ডের নেই। কারণ, বিশ্ব ইভেন্টে বাজে পারফরম্যান্সের জন্য বোর্ড কখনোই খেলোয়াড়দের কাছে ক্ষতিপূরণ দাবি করে না।

‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?’ বলেছিলেন নাজমুল। 

এই মন্তব্যে ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগ দাবি করে এবং দাবি না মানলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দেয়।

তবে সাম্প্রতিক এই সিদ্ধান্ত নিয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন খুব বেশি মন্তব্য করতে চাননি। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আমাদের দাবি প্রকাশ্যেই জানিয়েছি, তারাও প্রকাশ্যেই প্রতিশ্রুতি দিয়েছিল। কে প্রতিশ্রুতি রাখছে না, সেটা পরিষ্কার। দায়িত্ব তাদেরই, যারা প্রতিশ্রুতি মানছে না।’

সব মিলিয়ে, বিতর্কের মধ্যেই আবারও অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন নাজমুল ইসলাম, যা দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

Related Articles

Latest Articles