-3 C
New York

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

দীর্ঘদিন পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন।

সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। তাদের হাতে বিভিন্ন রঙের ক্যাপ, টি-শার্ট এবং দলীয় ব্যানার ও পতাকা রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, বন্দরনগরী এবং আশেপাশের বিভিন্ন এলাকা, উপজেলা, জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দেবেন বলে তারা আশা করছেন। মাঠে মাইকের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ব্যানার, দলীয় পতাকা টানানো হয়েছে।

দলীয় নেতারা জানান, এই কর্মসূচি বিএনপির দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ। তারেক রহমান চট্টগ্রামের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। তিনি উন্নয়ন, শাসনব্যবস্থা ও রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে কথা বলবেন।

চট্টগ্রাম শহরের বিএনপি কর্মী আওলাদ হোসেন বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। আজ আমাদের জন্য আনন্দের দিন। আমাদের নেতা আজ তার বক্তৃতার মাধ্যমে দিকনির্দেশনা দেবেন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে আসা যুবদল নেতা গিয়াস উদ্দিন বলেন, বিএনপি যদি জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করে, তাহলে চট্টগ্রামে কী ধরনের উন্নয়ন হবে, তা নিয়ে কথা বলবেন আমাদের নেতা তারেক রহমান। তার আগমন নিয়ে আমাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

এর আগে ২০০৫ সালের মে মাসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থাকার সময় চট্টগ্রামে তিনি এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

তারেক রহমান গতকাল শনিবার রাতে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে যান। 

আজ পলোগ্রাউন্ড মাঠের সমাবেশের পর ফেনীতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে বিকেল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন।

এরপর তিনি বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন।

কুমিল্লায় আরও দুটি জনসভার কথা রয়েছে—একটি সন্ধ্যা ৭টায় সুয়াগাজী ডিগবাজির মাঠে এবং আরেকটি সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

এরপর বিএনপি চেয়ারম্যান রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালু মাঠে এক জনসভায় যোগ দেবেন।

Related Articles

Latest Articles