জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। ফলে এই এটি আবারও ১১-দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।
এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে যায়।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম বলেন, ‘১০ দলের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০-দলীয় নির্বাচনী ঐক্য ১১-দলীয় ঐক্যে পরিণত হয়েছে। এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়।’
এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে।’
‘আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১১-দলীয় জোটে যোগদান করেছি। আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই। যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে।’
ইরান আরও বলেন, ‘আমরা ১৮ দলীয় জোটে (সাবেক বিএনপি জোট) জামায়াতে ইসলামীসহ দীর্ঘদিন কাজ করেছি। আমরা ২০ বছর একসঙ্গে কাজ করছি। নীতি-নৈতিকতার কাছে আমরা পরীক্ষিত। কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি।’
